বৃহত্তর চট্টগ্রামের ৬ পৌরসভায় আজ উৎসব মুখর নির্বাচন। চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়া পৌরসভায় অপরদিকে তিন পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা, বান্দরবান সদর, রাঙামাটি সদর পৌরসভায় আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। ৬টি পৌরসভার মধ্যে পটিয়া ও রাঙামাটি সদরে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য ইতোমধ্যে প্রতিটি পৌর এলাকায় পুলিশ, বিজিবি, র্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করছেন। গতকাল ভোটগ্রহণ কর্মকর্তারা (প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা) সকাল থেকে নির্বাচনী সামগ্রী নিয়ে আইনশৃক্সখলা বাহিনীর সহায়তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন।
পটিয়ার প্রতিটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী ফ্রন্টের ৪ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৩ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়- নির্বাচনে ২২০জন পুলিশ সদস্য, ৪০ জন বিজিবি, ২৭ জন র্যাব ও ৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ১০টি মোবাইল টিম সার্বক্ষণিক ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
এদিকে আজকের চন্দনাইশ পৌরসভা নির্বাচনে ৪ মেয়র, ৪৭ সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৮ হাজার ৯৯৭ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে ১জন মেয়র, ৯ জন কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হবেন। মোট ১৬টি ভোট কেন্দ্রে ৮৩ টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ৬টি মোবাইল টিম, ৬টি স্ট্রাইকিং ফোর্স, ৪০০ পুলিশ ও ১৩৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
এদিকে সাতকানিয়া পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান জানান, পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন দুই জন। তাদের মধ্যে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এ জেড এম মঈনুল হক চৌধুরী খোকন প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে যাওয়ায় আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। ফলে রোববার শুধুমাত্র সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে। নির্বাচনে কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাতকানিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ১৮টি কেন্দ্রে ১০৩টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভায় এবার মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৫৫০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ৬৩১ জন এবং মহিলা ভোটার ১৭ হাজার ৯১৯ জন।
একইভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিন পার্বত্য জেলার খাগড়াছড়ির মাটিরাঙ্গা, বান্দরবান সদর, রাঙামাটি সদর পৌরসভায়ও।