আজ বিশ্ব স্বাস্থ্য দিবস

স্বাস্থ্য বিভাগের নানা আয়োজন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ এবং চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ সকালে দিবসটিকে কেন্দ্র করে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করেছে।

জানা গেছে, ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। ১৯৪৬ সালের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়। ১৯৪৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালনের প্রস্তাব দেওয়া হলে তা ১৯৫০ সালে কার্যকর হয়। অর্থাৎ ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ বলে নির্ধারিত হয়।

স্বাস্থ্য সচেতনতার প্রসার ও সকলকে সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা প্রদান করার বিষয়টি সুনিশ্চিত করার জন্য এই দিনটি পালিত হয়ে আসছে। পাশাপাশি স্বাস্থ্য ও স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আলাপআলোচনা করাও এই দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা সম্পর্কে ব্যক্তিকে সচেতন করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে সমগ্র বিশ্বে এই দিনটি পলান করা হয়। স্বাস্থ্য সমস্যায় নজর রাখা ও তার নিবারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য উদ্দেশ্য।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে ব্যবসা করার অনুমতি পেল স্টারলিংক
পরবর্তী নিবন্ধঢাকার ফ্ল্যাট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টকে বিভ্রান্ত করার অভিযোগ টিউলিপের বিরুদ্ধে