বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় সমিতি (বাকবিশিস), চট্টগ্রাম জেলা, বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে আজ বিকাল সাড়ে ৪টায় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান ও শিক্ষক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকাগগ্রহণকারী কৃতী শিক্ষকদের মধ্যে সংবর্ধনা অনুষ্ঠান নন্দনকাননস্থ ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সংবর্ধেয় শিক্ষকগণ হলেন অধ্যাপক ড. মাহবুবুল হক, অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, অধ্যাপক উত্তম চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক কানাই দাশ এবং অধ্যক্ষ আবুল মনসুর মো. হাবিব।
বাকবিশিস চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আফছারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি থাকবেন বাকবিশিস-কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার।
বিশেষ অতিথি থাকবেন বাকবিশিস-কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক রণজিৎ কুমার দে, শিক্ষা সংগঠক ও সাংবাদিক আবুল মোমেন, বাকবিশিস-কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান মজুমদার এবং দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক, শিশু সাহিত্যিক রাশেদ রউফ। চট্টগ্রামের সকল কলেজ শিক্ষককে সভায় উপস্থিত থাকার জন্য বাকবিশিস চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বণিক অনুরোধ জানিয়েছেন।