পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ রোববার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে লাল–সবুজ জার্সিধারী মেয়েরা। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায়। ২০২২ সালে এই ভেন্যুতেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের পতাকা উড়িয়েছিলেন সাবিনারা। এই প্রথম বাংলাদেশের মেয়েরা সাফ মিশন শুরু করতে যাচ্ছেন শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে।
গতবারের রানার্সআপ নেপাল, শক্তিশালী ভারত ও বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান মিশন শুরু করেছে। ভারত ৫–২ গোলে হারিয়েছে পাকিস্তানকে, নেপাল গোলশূন্য ড্র করেছে ভুটানের বিপক্ষে। তিন দলের গ্রুপ বলে বাংলাদেশের প্রথম ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ। গত আসরে পাকিস্তানকে ৬ গোলে হারালেও এবার দেশটি বেশ কোমর বেঁধেই এসেছে। ভারতের জালে দুটি গোল দিয়ে শক্তিমত্তার একটা স্বাক্ষর রেখেছে তারা। কানাডা, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইংল্যান্ড প্রবাসী ৬ ফুটবলার নিয়ে কাঠমান্ডুতে গেছে পাকিস্তানের কোচ আদিল রিকজি। যুক্তরাষ্ট্র প্রবাসী কাইলা সিদ্দিকি ভারতের বিপক্ষে গোলও করেছেন একটি।