চট্টগ্রাম থেকে পটিয়া ও চট্টগ্রাম থেকে দোহাজারী রুটে দুই জোড়া কমিউটার ট্রেন উদ্বোধন করতে আজ চট্টগ্রাম আসছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সকাল ৯টায় চট্টগ্রাম আসবেন তিনি। সার্কিট হাউজ থেকে সরাসরি সড়ক পথে দোহাজারী যাবেন। বেলা ১১টায় দোহাজারী রেল স্টেশনে পৌঁছাবেন। সেখান থেকে চট্টগ্রাম-দোহাজারী কমিউটার ট্রেনের উদ্বোধন করবেন। এরপর সড়ক পথে পটিয়া যাবেন। দুপুর ১২টায় পটিয়া রেল স্টেশন থেকে চট্টগ্রাম-পটিয়া-চট্টগ্রাম রুটের কমিউটার ট্রেনের উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরে যাবেন তিনি। এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত আজাদীকে জানান, আগামীকাল ৬ ফেব্রুয়ারি মন্ত্রী মহোদয় দোহাজারী কমিউটার-১ ও দোহাজারী কমিউটার-২ এই দুই জোড়া ট্রেন উদ্বোধন করবেন।
তিনি আরো জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুললে চট্টগ্রাম থেকে চবি ক্যাম্পাসে নতুন এক জোড়া ট্রেন চলাচল শুরু হবে। দোহাজারী রুটে এখন ২ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। এছাড়াও দোহাজার পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস অয়েলবাহী একটি ওয়াগন ট্রেন চালু আছে।