আজ পংকজ ভট্টাচার্যের নাগরিক স্মরণসভা

| শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের সংগঠক, ন্যাপসিপিবিছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার, ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি পংকজ ভট্টাচার্যের নাগরিক স্মরণসভা আজ শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে।

এতে আলোচক থাকবেন ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহআলম, মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, শিক্ষাবিদ অধ্যাপক রনজিত দে ও ঐক্য ন্যাপ নেতা আসাদুল্লাহ তারেক। সভাপতিত্ব করবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। স্মরণসভায় উপস্থিত থাকার জন্য পংকজ ভট্টাচার্য নাগরিক স্মরণসভা পরিষদের আহ্বায়ক আবুল মোমেন ও সমন্বয়কারী অশোক সাহা অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।