আজ দুবাই কর্মস্থলে ফেরার কথা ছিল চন্দনাইশের নুরের, কিন্তু…

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ৭:২০ অপরাহ্ণ

দুবাই প্রবাসী মো. ছৈয়দ নুর (৩৮)। গত ৩ মাস আগে ছুটিতে বেড়াতে এসেছিলেন চন্দনাইশের বরমা ইউনিয়নের বাইনজুড়ি নিজ বাড়িতে।

ছুটি শেষে আজ সোমবার বিকেলে কর্মস্থল দুবাইয়ে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আর বিদেশ যাওয়া হলো না।

সকালে নিজ বাড়ির ছাদে বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান ছৈয়দ নুর। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতালে ও পরে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিদেশ চলে যাওয়ার পূর্ব মুহুর্তে এমন মর্মান্তিক ঘটনায় তার পরিবারের সদস্য ও এলাকার মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল হক জানান, বরমা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাইনজড়ি নীলার বাপের বাড়ির মৃত নুরুল হকের একমাত্র ছেলে ছিল মো. ছৈয়দ নুর। জীবনে স্বচ্ছলতা আনতে কয়েক বছর আগে পাড়ি জমান দুবাইতে।

গত ৩ মাস আগে ছুটিতে বাড়িতে আসেন। মা, স্ত্রী, একমাত্র সন্তানকে নিয়ে আনন্দেই কাটছিল তার সময়। ছুটি শেষে নিজ কর্মস্থল দুবাই চলে যাওয়ার জন্য বিমানের টিকেট সংগ্রহসহ সবকিছু রেডিও করেছিলো সে। আজ বিকেলে চট্টগ্রাম বিমান বন্দর থেকে ছিল তার ফ্লাইট। কিন্তু ভাগ্য তাকে বিদেশ নয়, নিয়ে গেলো পরপারে। সোমবার বাদে আছর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে আদায়কৃত টাকাসহ পুলিশের জালে চাঁদাবাজ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২