আজ থেকে শুরু হচ্ছে আয়কর তথ্য সেবা মাস

মাসজুড়ে করদাতারা পাবেন বিশেষ সেবা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ at ৭:২৮ পূর্বাহ্ণ

নভেম্বর মাসব্যাপী আয়কর তথ্য সেবা মাস আজ থেকে শুরু হচ্ছে। কর কর্মকর্তারা বলছেন, করদাতাদের সুবিধার জন্য আয়কর মেলার আদলে চট্টগ্রামের ৪টি কর অঞ্চলের প্রতিটি সার্কেলে রিটার্ন জমা নেওয়া হবে। এজন্য প্রতিটি সার্কেল অফিসে স্থাপন করা হবে বিশেষ বুথ এবং ওয়ান স্টপ সার্ভিস সেন্টার। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সারাদেশের সঙ্গে চট্টগ্রামের অফিসে উৎসবমুখর পরিবেশে রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।

এছাড়া রিটার্ন গ্রহণ বুথ ও হেল্প ডেস্ক স্থাপন করে রিটার্ন গ্রহণের পরিবেশকে আকর্ষণীয় করে তোলা হবে। একই সঙ্গে রিটার্ন দাখিলকারীদের তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্রের সঙ্গে মিলবে কর সংক্রান্ত সব তথ্য। করদাতারা চাইলে অনলাইনেও কর দিতে পারবেন। এক পৃষ্ঠার রিটার্ন দাখিল পদ্ধতিও থাকবে। পাশাপাশি ইচালান ও নতুন টিআইএন করার সুযোগও থাকবে। এ উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় নগরীর আগ্রাবাদে পিএইচপি ফেলিকন মাহজাবিন ভবনে আয়কর তথ্য সেবা মাসের উদ্বোধন করবেন কর বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠানে চট্টগ্রাম কর অঞ্চল২ এর কমিশনার মো. আবদুস সোবহান, চট্টগ্রাম কর আপীল অঞ্চলের কমিশনার শামিনা ইসলাম, চট্টগ্রাম কর অঞ্চল৩ এর কমিশনার মো. মঞ্জুর আলম, চট্টগ্রাম কর অঞ্চল৪ এর কমিশনার আয়শা সিদ্দিকা শেলী, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আবু তাহের উপস্থিত থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগের আমলে বছরে ১২-১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে
পরবর্তী নিবন্ধমেয়র পদে শাহাদাতের শপথ আজ