নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় উইকন প্রপার্টিজের বিলাসবহুল আবাসন প্রকল্প ‘উইকন শুকরানা’ প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং ও তিন দিনব্যাপী আবাসন মেলা শুরু হচ্ছে। আজ সকাল ১০টা থেকে পাঁচলাইশ আবাসিক এলাকার কেবি ফজলুল কাদের সড়কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ সংলগ্ন (কেয়ারল্যাব ডায়গনস্টিস সেন্টারে সম্মুখে) ১২ তলা বিশিষ্ট নান্দনিক এবং অভিজাত এই আবাসন প্রকল্পটি নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রামের আবাসন কোম্পানি ‘উইকন প্রপার্টিজ। রবি, সোম ও মঙ্গলবার তিন দিনের আবাসন মেলায় ফ্ল্যাট বুকিং দিলেই পিটুপি’র আকর্ষণীয় ফার্নিচার সেট উপহার হিসেবে পাবেন বুকিংদাতারা। উইকন প্রপার্টিজের পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার জানান, উইকন এক ছাদের নিচে নিয়ে এসেছে প্ল্যানিং ডিজাইন, ফার্স্ট কনস্ট্রাকশন এন্ড ফিনিশিং ম্যাটেরিয়ালস, ইনহাউজ আর্কিটেক্ট কনস্ট্রাকশন টিম, ইন্টেরিয়র সলিওশনসহ আবাসন শিল্পের যাবতীয় সবকিছুই। নিজস্ব ডিজাইন টিম থাকায় আমরা দিতে পারছি অ্যামেইজিং ফ্লোর লে–আউট। সর্বোত্তম উপায়ে ডিজাইন করার কারনে থাকছেনা কোন হিডেন স্কয়ারফিট। এর প্রেক্ষিতে ভূমি মালিকারা আমাদের উপর আস্থা রাখেন বিশ্বাসের সাথে। মাহাদী ইফতেখার জানান, স্মার্ট এবং বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিও নান্দনিক ডিজাইনে পাঁচলাইশে নির্মিত হতে যাচ্ছে ‘উইকন শুকরানা’। আগামী মঙ্গলবার ১৪ জুন রাত ৯টা পর্যন্ত এই মেলা চলবে। প্রেস বিজ্ঞপ্তি।












