আজ থেকে ডিগ্রি পরীক্ষা শুরু

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর, ২০২১ at ৫:১৮ পূর্বাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা এবং ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাসের (বিশেষ) পরীক্ষা শুরু হচ্ছে আজ। সারাদেশে একযোগে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে বেলা ১টা ৩০ মিনিট থেকে এ পরীক্ষা গ্রহণ করা হবে। ২০২০ সালের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা ২৯ জানুয়ারি শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭/০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.ধপ.নফ এবং িি.িহঁ.ধপ.নফ/ফবমৎবব -এ পাওয়া যাবে। এদিকে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা ও আইন শৃঙ্খলা রক্ষায় সিএমপি কিছু নির্দেশনা জারি করা হয়েছে।
সিএমপির অধ্যাদেশের ২৯, ৩০ ও ৩৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পূর্ব হতে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘন্টা পর্যন্ত অস্ত্রশস্ত্র, তলোয়োর, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর প্রভৃতি বহন ও ব্যবহার, মিছিল, সভা-সমাবেশ অনুষ্ঠান; উচ্চস্বরে চিৎকার, হৈচৈ, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিবর্গের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে পরীক্ষার সাথে সংশ্লিষ্টরা এই নিষেধাজ্ঞার বহির্ভূত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী পৌরসভা কার্যালয়ে অগ্নিকাণ্ড
পরবর্তী নিবন্ধপ্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির পুনর্মিলনী