আজ থাইল্যান্ডে ওয়ার্কিং গ্রুপ মিটিংয়ে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:২৯ পূর্বাহ্ণ

আজ থেকে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য দক্ষিণ এশিয়া আঞ্চলিক বন্দর সিইও গোলটেবিল এবং ওয়ার্কিং গ্রুপ মিটিংয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ দুজন বোর্ড সদস্য যোগ দিচ্ছেন। বন্দর বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকে বিশ্ব ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। যেখানে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্বব্যাংকের ঋণ প্রসঙ্গে আলোচনা হতে পারে বলেও সূত্র আভাস দিয়েছে। বিশেষ করে বে টার্মিনাল প্রকল্পের ব্রেক ওয়াটার নির্মাণ কাজে বিশ্বব্যাংকের বড় ধরনের ঋণ সহায়তার কথা রয়েছে।

আজ থেকে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের এই বৈঠকে যোগ দিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মোহাম্মদ হাবিবুর রহমান (অতিরিক্ত সচিব) এবং সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন কাউসার রশিদ ইতোমধ্যে থাইল্যান্ডে পৌঁছেছেন বলেও সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবু হেনা মোস্তফা কামাল স্মরণে অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধপোষা প্রাণীকে বিনামূল্যে টিকা দেবে সিভাসু