আজ টিআইসিতে রাজনীতিক স্বপন সেনের নাগরিক শোকসভা

| মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে আজ সন্ধ্যা ৬টায় স্বপন সেন নাগরিক শোকসভা কমিটির উদ্যোগে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। শোকসভায় স্মৃতিচারণ, আলোচনা, আবৃত্তি ও গান পরিবেশনার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে।

উল্লেখ্য, স্বপন সেন সত্তর দশকে ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে যুক্ত হন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্র ইউনিয়নের প্রচার সম্পাদক ছিলেন। এরপর সিপিবি ও ন্যাপের রাজনীতিও করেছেন। ন্যাপ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ গণতন্ত্রী পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সিনিয়র সহসভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম উদীচী শিল্পী গোষ্ঠী ও প্রীতিলতা ট্রাস্টের আজীবন সদস্য ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে কোচিং থেকে ফেরার পথে নিখোঁজ শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধরাউজানে ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ