চূড়ান্ত প্রস্তুতি নিয়েও শেষতক পতেঙ্গা কন্টেনার টার্মিনালে জাহাজ ভিড়ানো সম্ভব হচ্ছে না। চট্টগ্রাম বন্দরের বহুল প্রত্যাশার এই টার্মিনালে আজ বৃহস্পতিবার জাহাজ ভিড়ানোর কথা ছিল। শেষ মুহূর্তে কিছু জরুরি কাজ বাকি থাকায় জাহাজ ভিড়ানোর সিদ্ধান্ত থেকে ফিরে আসে বন্দর কর্তৃপক্ষ।
অবশ্য আগামী দিনকয়েকের মধ্যে নতুন এই টার্মিনালে জাহাজ ভিড়ানো হবে বলে বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন। তিনি বলেন, টেকনিক্যাল কিছু জরুরি কাজ বাকি রয়ে গেছে।
তাই আজ জাহাজ ভিড়ানো সম্ভব হচ্ছে না। আরও কয়েকদিন পর জাহাজ ভিড়ানোর নতুন দিনক্ষণ ঠিক করা হবে বলেও তিনি জানান।