চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে আজ সোমবার কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বতের ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স অনুষ্ঠিত হবে। কনফারেন্স উপলক্ষে নগরীতে সুসজ্জিত তোরণ, পাশাপাশি বিভিন্ন সড়ক, বাজার, রাস্তার মোড়ে তোরণ নির্মাণ, বিলবোর্ড, ফেস্টুন, প্লেকার্ড এবং ব্যানার টানিয়ে প্রচারণা চালানো হয়েছে।
গাউছুল আজম কনফারেন্সকে কেন্দ্র করে নগরীর প্রচারণার অংশ হিসেবে গত ৬ জানুয়ারি থেকে নগরীর বিভিন্ন সড়ক–মহাসড়ক অলিগলিতে কনফারেন্সের ব্যানার দিয়ে গাড়ি সুসজ্জিত করে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হয়। গতকাল রবিবার তরিক্বতপন্থীরা নগরীকে সাতটি স্পটে বিভক্ত করে বিভিন্ন শ্রেণি–পেশার লোকজনের মাঝে লিফলেট বিতরণ ও হ্যান্ড মাইকিং করে উৎসবমুখর পরিবেশে কনফারেন্সের ব্যাপক প্রচারণা চালানো হয়।
কনফারেন্সে প্রধান অতিথি থাকবেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম (মাদ্দাজিল্লুহুল আলী)। উদ্বোধক থাকবেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জমিয়তুল মোদারেছীনের মহাসচিব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন–অর রশিদ, কানাডা শাখার সাধারণ সম্পাদক মীর মুহাম্মদ কায়কোবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।