আজ চাঁদে যাচ্ছে পাকিস্তানের মহাকাশযান

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

চীনের সহায়তায় প্রথমবারের মতো চন্দ্রাভিযানে যাচ্ছে পাকিস্তানের মহাকাশযান। সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবার চন্দ্রাভিমুখে যাত্রা শুরু হবে তাদের। পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও ডন এতথ্য জানিয়েছে। সে হিসেবে গত বছরের ২৩ আগস্ট ভারতের সফল চন্দ্রাভিযানের বছর না ঘুরতেই এবার চাঁদে যাচ্ছে পাকিস্তানের চন্দ্রযান। খবর বাংলানিউজের। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি জানিয়েছে, পাকিস্তানের ঐতিহাসিক চন্দ্র মিশন শুরু হবে আজ শুক্রবার স্থানীয় দুপুর ১২টা ৫০ মিনিটে। চীনের তৈরি চ্যাংয়ে৬ চন্দ্রযানে করে দেশটির হাইনান প্রদেশের উৎক্ষেপণকেন্দ্র থেকে রওনা হবে। পাকিস্তানের চন্দ্র মিশনের নাম দেওয়া হয়েছে আইকিউবকিউ। চ্যাংয়ে৬ মিশনের মাধ্যমে চাঁদের অন্ধকার দিক থেকে ধুলা ও পাথরের নমুনা পৃথিবীতে ফেরত আনতে চায় চীন। চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকোর সঙ্গে কাজ করে এ মহাকাশ স্যাটেলাইটটি তৈরি করেছে ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি। আইএসটি জানিয়েছে, আইকিউবকিউ তথা এ স্পেসশিপে দুটি অপটিক্যাল ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যা দিয়ে চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা যাবে। প্রয়োজনীয় গুণগত পরীক্ষানিরীক্ষা শেষে আইকিউবকিউকে এরই মধ্যে চ্যাংয়ে৬ রকেটের সঙ্গে একীভূত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৬.১৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া : অভিযোগ যুক্তরাষ্ট্রের