বাম গণতান্ত্রিক জোট আজ চট্টগ্রামে আধাবেলা হরতাল ডেকেছে। গার্মেন্টস শ্রমিক হত্যার অভিযোগ এনে বিচার দাবি ও নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে এই হরতাল আহ্বান করা হয়।
গতকাল বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদে সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক ও বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়। আহমদ জসিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলার সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদ, সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছফা ভুঁইয়াসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মজুরি ঘোষণার প্রশ্নে সরকার মালিকদের পক্ষেই অবস্থান নিয়েছে। মজুরি ঘোষণায় তালবাহনা করে দেরি করা ও অন্যায়ভাবে ১০ হাজার ৪০০ টাকা মজুরি প্রস্তাব করে মালিকেরা শ্রমিকদের রাস্তায় নামতে বাধ্য করেছে। আন্দোলনের এক পর্যায়ে মজুরি সাড়ে ১২ হাজার টাকা করা হয়, যেটি শ্রমিকদের প্রত্যাশিত নয়। বাজার দর, উচ্চ দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি বিবেচনায় শ্রমিকেরা ন্যায্য মজুরি দাবি করেছিল। সাড়ে ১২ হাজার টাকার অযৌক্তিক মজুরির প্রতিবাদে শ্রমিকদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে। এভাবে রাসেল, ইমরান, আঞ্জুয়ারা, জালালসহ ৪ জন শ্রমিককে হত্যা করা হয়। সরকার জনগণের স্বার্থ না দেখে গার্মেন্টস মালিকদের লাঠিয়ালে পরিণত হয়েছে বলেও বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। সরকার স্বৈরতান্ত্রিক কায়দায় দেশ পরিচালনা করতে গিয়ে একগুয়েমি ও একতরফা নির্বাচনের দিকে এগুচ্ছে বলে মন্তব্য করে বক্তারা বলেন, গণতান্ত্রিক পথে না গিয়ে গায়ের জোরে আবারও ক্ষমতায় বসতে চায়ছে। নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের গণদাবিকে উপেক্ষা করে তফসিল ঘোষণা জনগণ কখনোই মেনে নেবে না। সমাবেশ আজ সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আধাবেলা হরতাল পালনের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানানো হয়।