স্বাধীনতা সংগ্রামী রাজনীতিক সাংবাদিক সাবের আহমেদ আসগারীর ২য় কন্যা কনীনিকা শবনম আসগারীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিবিএ ৪র্থ বর্ষে অধ্যয়নরত অবস্থায় দুরারোগ্য ব্যাধির সঙ্গে দীর্ঘ সংগ্রামের পর ২৫ বছর বয়সে ইন্তেকাল করেন।
এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে সকাল ৬টায় গরীব উল্লাহ শাহ্’র মাজারস্থ এতিমাখানায় খতমে কোরআন, সকাল ৭.১৫ টায় তার মাজার জেয়ারত এবং উক্ত এতিমখানায় ফাতেহাখানীর আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কর্মসূচিতে শুভানুধ্যায়ীদের উপস্থিতি, দোয়া ও মাগফিরাত কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।