‘মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ’ শিরোনামে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১২ দিন ব্যাপী গ্রুপ থিয়েটার উৎসবের ৮ম দিন গতকাল শুক্রবার মূল মিলনায়তনে গণায়ন নাট্য সমপ্রদায় পরিবেশন করে নাটক ‘জুলিয়াস সিজার’। উইলিয়াম শেক্সপিয়ার রচিত আলোচিত নাটকটি অনুবাদ করেছেন ম সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দেন অসীম দাশ। রোম সাম্রাজ্যের সেনাপতি ও একনায়ক ছিলেন জুলিয়াস সিজার। ইতিহাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন এই শাসক। যুদ্ধের মাঠে রণকৌশলের পাশাপাশি সাহিত্যেও ছিলেন তিনি সিদ্ধহস্ত। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে রোমকে একনায়কতন্ত্রে রূপ দেন জুলিয়াস সিজার। গাল্লিয়া জয়ের পর প্রথমবারের মতো ব্রিটেন এবং জার্মানিদের আক্রমণের জন্য সেখানে রোমান সৈন্যবাহিনী নিয়ে যায় সিজার। তার যুদ্ধকৌশলে পরাজিত হয় স্পেন, গ্রিস, আফ্রিকা, মিসরের মতো দেশগুলো।
নাটকটিতে স্বৈরশাসক জুলিয়াস সিজারের পাশাপাশি তার প্রশাসনিক দক্ষতাকেও তুলে ধরা হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন যীশু দাশ, অনির্বাণ ভট্টাচার্য, বাপ্পী চৌধুরী, সঞ্জীব ভট্টাচার্য, শ্রেয়সী স্রোতস্বিনী, বাপ্পি হায়দায়, শাহ মো. মাহফুজার রহমান, মামুনুল হক, বিশ্বজিৎ দাশগুপ্ত এপি, সায়হাম মাহমুদ, ননাবী চাকমা, অনিমেষ দাশ, আরিফুল ইসলাম চৌধুরী, আসাদ বিন রহমুান, ফাল্গুনি দাশ, পারমিতা চৌধুরী, লাব্রিচাই মারমা, অমিতা বড়ুয়া, দীবা রায়, জ্যোতির্ময় বড়ুয়া, তূর্য মজুমদার, বিজন, পিউ, আলিম, শামীম, জেমিমা, রায়হান, ইমন প্রমুখ।
সন্ধ্যে ৬ টায় নাট্যকর্মী জুয়েনা আফসানার সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করবে কৃত্তিকা নৃত্যালয় ও স্কুল অব অরিয়েন্টাল ড্যান্স। নৃত্য পরিচালনায় ছিলেন শুভ্রা সেনগুপ্তা ও নেভি দাশ অথৈ। আজ সন্ধ্যে ৭টায় মূল মিলনায়তনে নাটক ‘অস্পৃশ্য’ পরিবেশন করবে কথক থিয়েটার। সন্ধ্যে ৬ টায় মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করবে দীপ শিখা নৃত্যগোষ্ঠী এবং পথনাটক গুপ্ত বিদ্যা পরিবেশন করবে ‘নন্দন’। প্রেস বিজ্ঞপ্তি।












