আজ ও কাল আবারও ভারী বর্ষণের আভাস

পাহাড় ধসের শঙ্কা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৭:৪৬ পূর্বাহ্ণ

নগরে গতকাল সন্ধ্যার পর হালকা বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ও আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রামে। ভারী বৃষ্টি হলে পাহাড় ধস হতে পারে বলেও সতর্ক করা হয়।

আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তর ভারী বর্ষণের সতর্কবাণী দেয়। এতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ৪৮ ঘণ্টায় অর্থাৎ আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত) বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

আগারগাঁও ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আমবাগান আবহাওয়া অফিস সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. আবদুল বারেক আজাদীকে বলেন, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমি ধসের সম্ভাবনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅর্ধকোটি বানভাসি, ১৮ মৃত্যু
পরবর্তী নিবন্ধসাবেক এমপি ফজলে করিম ও ফারাজ করিমসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা