আজ উচ্চারকের কাঁদতে আসিনি…

| সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১০:৫৮ পূর্বাহ্ণ

উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে একুশের প্রথম কবিতার রচয়িতা কবি মাহবুব উল আলম চৌধুরীর ৯৬তম জন্মোৎসব উপলক্ষে ‘কাঁদতে আসিনি …’ শিরোনামে আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মাহফুজা আক্তার। অতিথি আলোচক থাকবেন নাট্য নির্দেশক হিমেল ইসহাক, কবি ও বাউল তাত্ত্বিক স্বপন মজুমদার এবং কবি মো. সালাহউদ্দিন।

উচ্চারক সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী এ এস এম এরফানের সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি করবেন অঞ্চল চৌধুরী, বনকুসুম বড়ুয়া, মছরুর হোসেন, মো. মুজাহিদুল ইসলাম, অনির্বাণ চৌধুরী, তৈয়বা জহির আরশী, উমেসিং মারমা, মাহফুজা হক স্নিগ্ধা, সোহান আল মাফি, সানজিদা রশীদ, সজল চৌধুরী, মৌসুমী চক্রবর্তী, এ্যানি চৌধুরী, শামীমা ইয়াছমিন, দিপা দাশ মিতু, পুণম দত্ত, রোকসানা আফরিন, হামিদ উদ্দিন, অর্পিতা চৌধুরী, জ্ঞানময়া বর্ধন ও ফাবিহা তাহের আবৃত্তি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে হালদা থেকে উদ্ধারকৃত মৃত ডলফিন হস্তান্তর
পরবর্তী নিবন্ধএসএসসির পর এইচএসসি পরীক্ষায়ও মা-মেয়ে একসঙ্গে