ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) ক্যাম্পাসে ২০২৫ সালের মধ্যে জিরো কার্বন স্ট্যাটাস অর্জনের লক্ষ্য ঘোষণা এবং ইউএসটিসিতে নবায়নযোগ্য শক্তি প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান আজ বিকেল ৩টায় রেডিসন ব্লু’র মেজবান হলে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। ২০২৫ সালের মধ্যে ইউএসটিসি ক্যাম্পাসের জিরো কার্বন স্ট্যাটাসের লক্ষ্য হবে ইউএসটিসি ক্যাম্পাসকে স্বনির্ভর এবং গ্রিড বিদ্যুত থেকে স্বাধীন করার জন্য সৌর, বায়ু এবং অন্যান্য পুননবায়নযোগ্য শক্তি তৈরী করা। ইউএসটিসির নবায়নযোগ্য শক্তি প্রকৌশল এবং ব্যবস্থাপনা বিভাগের লক্ষ্য হবে সৌর, বায়ু, ভূ–তাপীয়, হাইড্রোজেন এবং বায়োগ্যাস শক্তিতে যোগ্য ইঞ্জিনিয়ারদের স্নাতক ডিগ্রি প্রদান করা যা নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে স্থানীয় এবং আঞ্চলিক বাজারের প্রয়োজন মেটাবে।
স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে অনুমোদিত মান অনুযায়ী নবায়নযোগ্য শক্তি প্রকৌশল জ্ঞানের সমস্ত ক্ষেত্রে বিশিষ্ট প্রকৌশল শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, স্থানীয় সম্প্রদায়, শিল্প এবং একাডেমির সাথে সেতু নির্মাণই হবে ইউএসটিসির উক্ত বিভাগের মূল লক্ষ্য। প্রেস বিজ্ঞপ্তি।