বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য এমিলিয়ানো মার্টিনেজ আজ বাংলাদেশে আসছেন। সংক্ষিপ্ত এই সফরে খুব বেশি কার্যক্রম থাকছে না ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার তারকা গোলরক্ষকের। আমস্টারডাম থেকে গতকাল রোববার দুপুরে বাংলাদেশের উদ্দেশে রওনা করেছেন মার্টিনেজ।দীর্ঘ ভ্রমণ শেষে আজ সোমবার ভোরে রাজধানী ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। ১১ ঘণ্টার সফর শেষে বিকেল ৫টার দিকে কলকাতার ফ্লাইট ধরবেন তিনি। মার্টিনেজের বাংলাদেশ সফরের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার। নিজেদের কার্যালয়ে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সৈয়দ আব্দুল্লাহ জায়েদ জানিয়েছেন, মার্টিনেজের এই সফরে কোনো গণসংযোগমূলক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না। ‘আমাদের ইচ্ছে ছিল মার্টিনেজকে নিয়ে বড় করে একটি অনুষ্ঠান করার। তবে তিনি গত ২৬ জুন আমাদের নিশ্চিত করেছেন। এরপর ঈদের ছুটি এলো। এছাড়া তিনি খুবই কম সময় ঢাকায় থাকবেন। তাই কোনো অনুষ্ঠান সম্ভব হচ্ছে না।’ বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল ভক্ত–সমর্থক থাকলেও, মার্টিনেজের সঙ্গে দেখা হবে না তাদের। সংক্ষিপ্ত এই সফরের বেশিরভাগ সময়ই তিনি কাটাবেন নেক্সট ভেঞ্চারের কার্যালয়ে। ‘বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি ভালোবাসার বিষয়টি ছবি ও ভিডিওর মাধ্যমে মার্টিনেজের সামনে ফুটিয়ে তুলব আমরা। আমাদের অফিসের কর্মীরা কিছু সময় কাটাবে তার সঙ্গে। আমন্ত্রিত অতিথিরাও থাকবেন সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে।’ ছোট পরিসরে করা এই আয়োজনে আমন্ত্রিত অতিথির তালিকায় রয়েছেন বাংলাদেশ সরকারের ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারা। ‘আমরা যেহেতু টেকনোলজি বিষয়ক প্রতিষ্ঠান তাই আইসিটি প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। এছাড়া মাশরাফি ভাই একজন আর্জেন্টিনার সমর্থক। তরুণ সমাজের আইকন হিসেবে তাকে আমন্ত্রণ করা হয়েছে।’ বাংলাদেশ ফুটবল দলের কয়েকজন সদস্যকেও আমন্ত্রণের ইচ্ছা ছিল আয়োজকদের। কিন্তু বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে ভারতে অবস্থান করায় মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না জাতীয় ফুটবলারদের। নেক্সট ভেঞ্চারের কার্যালয়ের সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে মার্টিনেজের। তবে সেটি এখনও পুরোপুরি চূড়ান্ত নয় বলে জানান আব্দুল্লাহ জায়েদ।