আজ আবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের পর্ব শুরু

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র দলটি হঠাৎ করেই বাংলাদেশ দলের জন্য আতংকের নাম হয়ে দাঁড়িয়েছে। কারণ এই দলটির কাছে অপ্রত্যাশিতভাবে দুটি টিটোয়েন্টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। শুধু যে ম্যাচ হেরেছে তা কিন্তু নয়। প্রথম মোকাবেলায় সিরিজও জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও সিরিজের শেষ ম্যাচে দুর্দান্তভাবে ফিরেছে টাইগাররা। স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়ে নিজেদের কিছুটা হলেও ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছে সাকিবরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টিটোয়েন্টি ম্যাচ ছাড়াও দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি টিটোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জন্য হতাশার নাম ব্যাটিং। এই ৮ ম্যাচে বাংলাদেশের দলের ব্যাটাররা ছিলেন একেবারেই নিষ্প্রভ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টিটোয়েন্টি ম্যাচটি বাদ দিলে বাকি সাত ম্যাচে কোন ব্যাটারই ছিলেননা নিজের সেরা ছন্দে। আর সে কারণেই কিনা বিশ্বকাপের ভেন্যু ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনেই জোর দিল বাংলাদেশ শিবির। কারন আজ যে সে মাঠেই আবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই ম্যাচটি হচ্ছে টিটোয়েন্টি বিশ্বকারে জন্য আইসিসি নির্ধারিত প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। অপর ম্যাচটি ভারতের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের হিউস্টন প্রেইরি ভিউতে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে স্বাগতিকদের বিপক্ষে। প্রথম দুই ম্যাচে হেরে যেখানে সিরিজ হারায় টাইগাররা। তবে তৃতীয় ম্যাচে জিতে জয়ের ধারায় ফেরাটাকে অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। হিউস্টন থেকে দুই দিন আগেই ডালাসে ফিরেছে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের হোম অব ক্রিকেট এই ডালাস। বিশ্বকাপের চারটি মূল ম্যাচ হবে এই মাঠে। মাঠ, উইকেট সবকিছুই একেবারে আন্তর্জাতিক মানের। তাই এই মাঠে নতুন করেই যেন শুরু করতে চায় বাংলাদেশ। নিজেদের বিশ্বকাপের প্রস্তুতি ভাল করতে আগেভাগেই যুক্তরাষ্ট্রে গিয়ে নিজেদের প্রস্তুত করতে চেয়েছিল টাইগাররা। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজেদের পরখ করতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলে। কিন্তু তাতে কোন লাভ হয়নি। উল্টো ম্যাচ এবং সিরিজ হারিয়ে চাপে পড়ে গেল সাকিবশান্তরা। তবে সে চাপ থেকে মুক্ত হতেই আজ আরেকবার যুক্তরাষ্ট্রের সামনে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই মূলত বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার শেষ সুযোগ পাচ্ছে টাইগাররা। হিউস্টনের ব্যর্থতার পর ডালাসে এসে ব্যাটিং এর উপরই যেন বেশি জোর দিচ্ছে টাইগার শিবির। ডালাসে দুটি অনুশীলন সেশন করেছে শান্তরা। যার বেশিরভাগ জুড়েই ছিল ব্যাটিং। টিটোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংটাই সবচাইতে বেশি প্রয়োজন। বাংলাদেশ দলের ব্যাটারদের মধ্যে বিশেষ করে টপ অর্ডারের ব্যাটাররা একেবারেই ব্যর্থ। লিটন দাশ, সৌম্য সরকার, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান সবাই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেননা। তবে তরুণ তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়রা চেষ্টা করছেন দায়িত্ব নিয়ে খেলতে। কিন্তু বিশ্বকাপেতো আর দু একজনের দায়িত্ব নিয়ে খেলা যাবেনা। দায়িত্ব নিতে হবে সবাইকে। তাইতো দলের ব্যাটারদের ছন্দে ফেরানোর সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন কোচ। সেই জিম্বাবুয়ে সিরিজ থেকে বোলিং ডিপার্টমেন্টটা বেশ ভালই করছে। যুক্তরাষ্ট্রেও সেটা অব্যাহত রয়েছে। দুশ্চিন্তার নাম কেবল ব্যাটিং। আর সে ব্যাটিংয়ে উন্নতি ঘটিয়ে আজ আবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে প্রকাশ্যে এলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭৫.৪৬ কোটি টাকা