আজ অবরোধ, কাল হরতাল

বিএনপির দুদিনের কর্মসূচি

আজাদী ডেস্ক | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলনে বিএনপির অবরোধ ও হরতাল আজ থেকে শুরু হচ্ছে। আজ বুধবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টা অবরোধ এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে দলটি।

চলমান ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন গত সোমবার ভার্চুয়াল ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও একই কর্মসূচি ঘোষণা করবে বলে জানান তিনি। এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে বিএনপি নবম দফা কর্মসূচি ঘোষণা করল। সেদিন নয়া পল্টনে বিএনপিপুলিশের সংঘর্ষের পর সমাবেশ চালিয়ে না গিয়ে পরের দিন ডাকা হয় হরতাল। খবর বিডিনিউজের।

বাসস জানায়, বিএনপিজামায়াতের ডাকা অবরোধ চলাকালে গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে এক মাসে ২১২টি যানবাহন ও স্থাপনায় আগুন দিয়েছে বিএনপিজামায়াত।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে প্রথম মনোনয়নপত্র জমা দিলেন ফজলে করিম