আজীবন সুন্নীয়তের খেদমত করে গেছেন আল্লামা কাদেরী

হাটহাজারীতে ওরশ মাহফিলে বক্তারা

| শনিবার , ১৩ মার্চ, ২০২১ at ৮:২১ পূর্বাহ্ণ

আঞ্জুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের উদ্যোগে গত ৭-৮ মার্চ হাটহাজারী ছিপাতলী গাউসিয়া আজিজিয়া দরবারে আল্লামা শাহসূফী মুহাম্মদ আজিজুল হক আল-কাদেরীর (রহ.) ২য় বার্ষিক ওরশে কাদেরী মাহফিল অনুষ্ঠিত হয়। আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান শাহজাদা প্রফেসর ড. আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহজাদা অধ্যক্ষ আল্লামা আবুল ফছিহ্‌ মোহাম্মদ আলাউদ্দিন। বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল কাদেরী, আল্লামা মুফতি সোলাইমান আনছারী, মাওলানা মুহাম্মদ আমিনুল হক আল কাদেরী, শাহজাদা বদরুল হক আল কাদেরী, সৈয়দ শাহাদাত উদ্দিন আল হাছানি, মোজাম্মেল হক ফরহাদাবাদী, মাওলানা আবুল কাশেম নুরী, মাওলানা ইদ্রিস আনছারী, মাওলানা আবদুল অদুদ, মাওলানা আব্দুল মোস্তফা রহীম আজহারী, মাওলানা শহিদুল হক হোসাইনী। মোহাম্মদ হারুন আজিজি দুলালের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, মাহমুদ সালাউদ্দিন রাসেল চৌধুরী সেলু, মোহাম্মদ আলী চৌধুরী, নুরুল ইসলাম, ওয়াসিম আকরাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের শীর্ষস্থানীয় সুন্নী আকাবেরদের অন্যতম আল্লামা কাদেরী (রহ.) নীরবে সুন্নিয়তের খেদমত করে গেছেন। তিনি শতাধিক বিষয়ভিত্তিক কিতাব লিখেছেন, যুগের শ্রেষ্ঠ বহু আলেম তুলেছেন। নীরব নাবিক হয়ে সুন্নিয়তের তরণী বয়ে গেছেন আজীবন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইন কলেজের সাবেক জিএস মাহবুবের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধ‘বহুদিনের বাক্যরাশি’ গ্রন্থের প্রকাশনা উৎসব