চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশের বরকল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আনছারুল হকের বড় ভাই মো. আজিজুল হক (৫২) গত বুধবার সকাল ১১টার দিকে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনী, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার বাদে আছর স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নজরুল ইসলাম চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।