আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে ফের সংঘর্ষ, নিহত প্রায় ১০০

| বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশ আর্মেনিয়া এবং আজারবাইজান আবারও যুদ্ধে জড়িয়েছে। সোমবার রাতভর সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০০ সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৯ জন আর্মেনিয়ার এবং ৫০ জন আজারবাইজানের। খবর বাংলানিউজের। এর আগে সংঘর্ষের পর তাৎক্ষণিকভাবে আর্মেনিয়ার অর্ধশত সেনা নিহত হওয়ার কথা জানা যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আজারবাইজানের সেনা নিহতের তথ্যও সামনে এল।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান জানিয়েছেন, রাতভর চলা এ সংঘর্ষে তাদের ৪৯ জন সৈন্য নিহত হয়েছে। অন্যদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে তাদেরও ৫০ জন সৈন্য নিহত হয়েছে। মঙ্গলবার রাশিয়া বলেছে, সর্বশেষ সংঘর্ষ বন্ধের জন্য তারা একটি যুদ্ধবিরতির মধ্যস্থতা করছে।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে সংঘর্ষে ২ ফিলিস্তিনি ও ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত
পরবর্তী নিবন্ধজ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবের খবরে দুবাইয়ে বন্ধ পত্রিকা