জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আঞ্জুমান ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। গতকাল বুধবার একটি প্রতিনিধিদল আজাদী কার্যালয়ে আসেন এবং এম এ মালেকের সাথে বৈঠক করেন।
বৈঠকে আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দীন বখতিয়ার, লায়ন আবু নাসের রনি, আশেকে রাসুল খান বাবু, মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ও শাহাদাত হোসেন রুমেল উপস্থিত ছিলেন। আনজুমান ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ মহামারীর মাঝে সরকারি নির্দেশনা অনুসরণ করে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আজাদী সম্পাদকের সাথে আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।