দৈনিক আজাদীর ব্যবস্থাপক এ এইচ এম মঈনুল আলম বাদলের ইন্তেকালে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রাম শাখার পক্ষ হতে গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এতে শোক জানান সমিতির সভাপতি মোরশেদুল আলম কাদেরী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, নির্বাহী সদস্য নোমান আল মাহমুদ এমপি এবং সমিতির নির্বাহী সদস্য ও সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লি:, পি.এল.সির চেয়ারম্যান মো: শামসুল আলম শামীম।
সিনিয়র সিটিজেন সোসাইটির শোক :
এ এইচ এম মঈনুল আলম বাদলের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দি সিনিয়র সিটিজেন সোসাইটি চট্টগ্রাম শাখার সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার এ এম কামাল উদ্দিন চৌধুরী। এক বিবৃতিতে দি সিনিয়র সিটিজেন সোসাইটির নেতৃবৃন্দ বলেন, মঈনুল আলম বাদল ছিলেন সদালাপী, দায়িত্বের প্রতি নিষ্ঠাবান, পরোপকারী, ক্রীড়া প্রেমিক ও আজাদী পরিবারের খুবই আপনজন। দীর্ঘদিন আজাদীতে কর্মরত থাকায় সমাজের সকল শ্রেণির মানুষের সাথে তিনি মিশতেন। এবং তাদের সুখ–দুঃখের সারথী ছিলেন। শোক বিবৃতিতে আরও স্বাক্ষর করেন, সোসাইটির সহসভাপতি প্রফেসর ড. মাহমদুল হক, এম এ আউয়াল, যুগ্ম সম্পাদক অধ্যাপক দিলীপ কান্তি দাশ, কোষাধ্যক্ষ এমদাদ হোসাইন, রইচ আহমদ, ইঞ্জি. মুজিবুর রহমান, সিরাজুল করিম মানিক, সিরাজুল হক আনচারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।