দৈনিক আজাদীর সাবেক কর্মচারী মুহাম্মদ আবুল হোসেন (৫৭) গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় চমেক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি মা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল সকাল ১১টায় নগরীর রেলওয়ে হাসপাতাল কলোনি মসজিদের সামনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ বাড়ি ফরিদপুরে তার লাশ নেওয়া হয়। সেখান দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য, মরহুম মুহাম্মদ আবুল হোসেন দৈনিক আজাদীর পেস্টিং বিভাগে প্রায় ৩৫ বছর চাকরি শেষে কয়েক মাস আগে অবসর নেন। তাঁর ইন্তেকালে চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক সজল হোড় শোক প্রকাশ করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।