দৈনিক আজাদীর মাল্টিমিডিয়া আনোয়ারা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ সোহেলের পিতা প্রবীণ আলেম ও শিক্ষক মাওলানা এয়ার মোহাম্মদ (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
আজ শনিবার বাদে আসর নিজ গ্রামের বাড়ির আনোয়ারা উপজেলার মধ্যম বারখাইন বাদাতল আমিরবিবি শাহী জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মাওলানা এয়ার মোহাম্মদ আনোয়ারা উপজেলার মালঘর আহমদিয়া তৈয়বীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
কর্মজীবনে তিনি একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ আলেম ও শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা এয়ার মোহাম্মদ ২০২৪ সালের প্রথম দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া চেয়েছেন শোকাহত পরিবার।
তাঁর মৃত্যুতে দৈনিক আজাদী পরিবার শোক প্রকাশ করেছে। এছাড়াও আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক প্রকাশের পাশাপাশি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।












