সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে নামাজে জানাজা শেষে দৈনিক আজাদীর ব্যবস্থাপক এ এইচ এম মঈনুল আলম বাদলের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা নগরীর কদম মোবারক শাহী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মায়ের কবরের অনতিদূরে তাকে সমাহিত করা হয়। এর আগে কদম মোবারক শাহী জামে মসজিদে জুমার নামাজ শেষে অনুষ্ঠিত জানাজায় নগরীর ব্যবসায়ী, শিল্পপতি, রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, কবি, সাংবাদিকসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজায় ইমামতি করেন মসজিদের খতিব এবং হালিশহর তৈয়্যবিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বদিউল আলম রিজভী। জানাজা এবং দাফন শেষে মরহুম মঈনুল আলম বাদলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মরহুমের দাফন–কাফনে বিশেষ সহায়তা প্রদান করে গাউসিয়া কমিটি। গাউসিয়া কমিটি বাংলাদেশ চকবাজার থানার আহ্বায়ক লায়ন মো. আবু নাসের রনির নেতৃত্বে কমিটির সদস্য মুহাম্মদ মহসিন, ওমর ফারুক, মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ রিমন, মুহাম্মদ সুরুজ, মুহাম্মদ জিয়া লাশ দাফন–কাফনে বিশেষভাবে সহায়তা প্রদান করেন। এর আগে আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ–সভাপতি মোহাম্মদ মহসিন দৈনিক আজাদী প্রাঙ্গণে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় গাউসিয়া কমিটির সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন রোমেলসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক আজাদীর ম্যানেজার মঈনুল আলম বাদল গত কয়েকদিন ধরে শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাত আড়াইটা নাগাদ নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গতকাল সকালে মরহুমের লাশ তার প্রিয় কর্মস্থল দৈনিক আজাদী প্রাঙ্গণে নিয়ে আসা হলে সহকর্মীসহ বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংস্কৃতি কর্মীরা তাকে একনজর দেখার জন্য ভিড় জমান। দৈনিক আজাদী পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এম এ মালেকের নেতৃত্বে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় সর্বস্তরের সাংবাদিক এবং কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত থেকে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, মঈনুল আলম বাদল বিগত তিন যুগেরও বেশি সময় ধরে দৈনিক আজাদী পত্রিকায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে মঈনুল আলম বাদলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সহ–সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, আবুল হাসেম, অধ্যাপক দিলিপ দাস, অধ্যাপক মো. রহিমুল্লাহ, সোলায়মান খান, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল ও কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।
এক লিখিত বিবৃতিতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সহ–সভাপতি ইউসুফ সর্দার, সহ–সভাপতি শামসুল আলম শামীম, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহ–সাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী।