আজাদীর প্রতি ভালোবাসা নিয়েই বিদায়

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর প্রতি ভালোবাসার নজির রেখে পৃথিবী থেকে বিদায় নিলেন সমাজসেবক এবং কৃতী আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন। করোনা আক্রান্ত হয়ে তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। জীবন নিয়ে ছিল শঙ্কা। যদি মারা যান তার মৃত্যুর সংবাদটি যাতে আজাদী পত্রিকায় প্রকাশিত হয় তা নিশ্চিত করতে স্বজনদের কাছে অনুরোধ করেন তিনি।
গত সোমবার সকালে ৮২ বছর বয়সী আব্দুল মতিন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তিনি পঞ্চাশ বছরের বেশি সময় আইন পেশায় যুক্ত ছিলেন। তিনি ছিলেন আজাদীর নিয়মিত পাঠক। ভালোবাসতেন এই পত্রিকা। সোমবার বাদ আছর নগরীর হিলভিউ জামে মসজিদে নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।
মৃত্যুপথযাত্রী এই আইনজীবীর কত ইচ্ছেই তো থাকতে পারত। কিন্তু বিদায়বেলার অন্তিম বাসনা ছিল আজাদীতে মৃত্যু সংবাদ প্রকাশ। হয়ত তার মনে হয়েছিল, আজাদীতে সংবাদটি প্রকাশিত হলে তার শুভাকাঙ্ক্ষীসহ অনেক মানুষ জানবে। শুভাকাঙ্ক্ষীরা তার জন্য দোয়া করবেন। অকৃত্রিম পাঠকের অবিস্মরণীয় ভালোবাসায় ঋণী হয়ে থাকল আজাদী।

পূর্ববর্তী নিবন্ধমিটার ভাড়া আদায়ে কঠোর কেজিডিসিএল
পরবর্তী নিবন্ধআমরা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি : প্রধানমন্ত্রী