দৈনিক আজাদী পত্রিকার অনলাইনে ‘হাতকড়াসহ হাসপাতাল থেকে পালানোর পর সন্ত্রাসী কাটা রফিক গ্রেপ্তার’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার জেলা যুবদলের সাবেক সদস্য জিয়াউর রহমান জিয়া।
আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জিয়া বলেন, সংবাদে পুলিশের বরাদ দিয়ে আমাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আমার সার্বিক সহায়তায় সন্ত্রাসী কাটা রফিক হাসপাতাল থেকে পালাতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। যা দেখে আমি খুবই ব্যথিত হয়েছি। আমি এ ধরনের কোন কাজে জড়িত নয়। সন্ত্রাসী রফিক পালানোর পর মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইছার হামিদ আমাকে বিষয়টি অবগত করেন এবং আমার সহায়তা চান। আমি তাকে শতভাগ সহায়তার আশ্বাস প্রদান করি। এরপর চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ওসি সোলাইমানও আমার সঙ্গে যোগাযোগ করেন।
তখন আমি এলাকায় সবার সঙ্গে যোগাযোগ করি এবং এলাকাবাসীকে জানিয়ে দিই সন্ত্রাসী রফিককে যেখানে দেখবে আটক করে যেন পুলিশ প্রশাসনকে অবহিত করেন। যার ফলে সন্ত্রাসী রফিককে পুলিশ আটক করতে সক্ষম হয়। কিন্ত আমাকে জড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশে আমি মর্মাহত হয়েছি।
প্রতিবেদকের বক্তব্য
সংবাদে সিএমপি সূত্রে যে তথ্য পাওয়া গেছে সেটিই উপস্থাপন করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোন বক্তব্য নেই।