আজকের শিক্ষানবীশরাই একদিন আইন পেশার বটবৃক্ষ হবে

প্রশিক্ষণ কর্মশালায় জেলা জজ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে চট্টগ্রাম আদালতে কর্মরত শিক্ষানবীশ আইনজীবীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কোর্ট হিলের আইনজীবী সমিতির ৩ নম্বর মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঁঞা। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষানবীশ আইনজীবীরা আমাদের পূর্বসুরীদের বীরত্ব ও ঐতিহ্য সংরক্ষণের ধারক ও বাহক হবেন। আইনের ছাত্র হিসেবে প্রত্যেক শিক্ষানবীশকে নতুন ও যুগোপযোগী আইন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। আজকের প্রশিক্ষণার্থী সকল শিক্ষানবীশকে সিনিয়রদের সকল কর্মকাণ্ড অনুসরণ ও অনুকরণ করে আইনজীবী হবার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আজকে যারা শিক্ষানবীশ তারাই একদিন এই আইন পেশার বটবৃক্ষ হবেন। জেলা জজ বলেন, আজ আপনারা যারা কর্মশালায় অংশগ্রহণ করেছেন ভবিষ্যতে আপনারাও বিজ্ঞ আইনজীবী হয়ে এ পেশার মানমর্যাদা সমুন্নত রাখবেন এটাই আমাদের প্রত্যাশা। আইন পড়ার শেষ নেই এবং প্রশিক্ষণের কোনো বিকল্প নাই বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এএসএম বদরুল আনোয়ার। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এএসএম বজলুর রশিদ। প্রশিক্ষক হিসেবে ফৌজদারী কার্যক্রম ও বিচার ব্যবস্থা নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ এনামুল হক, দেওয়ানী কার্যক্রম ও বিচার ব্যবস্থা নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন সাবেক সভাপতি রতন কুমার রায়, সাক্ষ্য আইন নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন সাবেক সভাপতি চন্দন দাশ, আচরণবিধি নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, দুর্নীতি দমন সংক্রান্ত আইন নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন সাবেক সভাপতি রেজাউল করিম চৌধুরী। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সেকান্দর চৌধুরী, সহসভাপতি আবদুল হক, অর্থ সম্পাদক মোশারফ হোছাইন, পাঠাগার সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অলি আহমদ, নির্বাহী সদস্য মোহাম্মদ জাহেদ হোসেন, জামশেদ আলম, মো. ইকবাল হোসাইন, মো. সাদ্দাম হোসেন, মনজুর আলম, সাজেদা বেগম সাজু, ইসরাত জাহান মুকুল, মিনহাজ উদ্দিন, রানা মিত্র, আবিদা সুলতানা শারমিন ও ফারজানা হাকিম চৌধুরী। এতে প্রায় ৪০০ জন শিক্ষানবীশ আইনজীবী প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালা শেষে তাদের শিক্ষা সামগ্রী এবং পরিচয়পত্র তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় মানুষের সেবা করাই প্রকৃত ধর্ম
পরবর্তী নিবন্ধভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস’