বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। আর তখন থেকেই আত্মগোপনে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কারো কারো মতে তিনি দেশের বাইরে। গত কয়দিন ধরে প্রচার হচ্ছে তিনি বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন। কিন্তু সেটা সম্ভব হচ্ছিলনা। তবে একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তা হচ্ছে আজ ক্রিকেট বোর্ডের সভা ডাকা হয়েছে। আর সেখানে তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন। ধারনা করা হচ্ছে সেখানেই তিনি তার পদত্যাগের আনুষ্ঠানিকতা সারবেন। এরই মধ্যে বিসিবির নতুন সভাপতি নির্বাচনের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে পদত্যাগ করেছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকে অব্যাহতি দেওয়া হবে। আর সে দুইজনের জায়গায় সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীণ ফাহিমকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। আর তাদের মধ্য থেকে ফারুক আহমেদকে বিসিবির সভাপতি নির্বাচনের প্রক্রিয়াও চলমান রয়েছে। তবে সে সব পরিষ্কার হয়ে যাবে বোর্ডের আজকের সভায়। এদিকে বিসিবির এক সুত্রে জানা গেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদই বিসিবির নতুন সভাপতি হচ্ছেন। তাকে সভাপতি করার সব প্রক্রিয়া চূড়ান্ত। বন্দোবস্তও সম্পন্ন। এখন শুধু প্রজ্ঞাপন জারি বাকি। ওই সভায় সদ্য পরিচালকের পদ ছাড়া জালাল ইউনুসের পদত্যাগপত্রও অনুমোদিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমের নাম প্রজ্ঞাপন আকারে আসবে। বিসিবি পরিচালনা পর্ষদের সভায় কোনোরকম জটিলতার প্রশ্ন উঠার সম্ভাবনা নেই। কারণ বোর্ড সভা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ক্রিকেট বোর্ড কার্যালয়ে হবে না। সভাস্থল ঠিক করা হয়েছে ক্রীড়া মন্ত্রণালয় কার্যালয়ে। আর নাজমুল হাসান পাপনও সে সভায় সশরীরে উপস্থিত থাকবেন না। বিসিবির একাধিক পরিচালক জানিয়েছেন পাপন অনলাইনে সভায় যোগ দেবেন।