আজকেও আইনজীবীদের কর্মবিরতি

সমিতির সভায় আরো ৫ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৬:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আদালত সম্মুখে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় গতকাল বুধবারের ন্যায় আজকেও আদালতের কার্যক্রমে কর্মবিরতি ঘোষণা করেছে জেলা আইনজীবী সমিতি। গতকাল সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরো ৫ টি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেগুলো হচ্ছেসমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ করা। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় আজ বাদ জোহর কোর্টহিল জামে মসজিদে দোয়া মাফহিলের আয়োজন করা। আগে থেকে নির্ধারিত আজকের অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল। আগামী ১ ডিসেম্বর দুপুর ২ টায় আইনজীবী দোয়েল ভবনের সম্মুখ থেকে শোক মিছিল করা এবং সমিতির বার্ষিক ইনডোর গেইমস স্থগিত করা হয়েছে।

এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় জেলা আইনজীবী সমিতি তাৎক্ষণিক জরুরি সভা করে বুধবার কর্মবিরতির ডাক দেয়। গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো আদালত প্রাঙ্গণ ফাঁকা। অন্যান্য সময় নানা ব্যস্তা দেখা গেলেও গতকাল চারিদিকে ছিল শুধু নীরবতা। ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন নাকচ হওয়ার পর তার আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করেন।

গতকাল সে বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল কিন্তু কর্মবিরতির কারণে সেটি আর হয়নি। এ বিষয়ে জানতে চিন্ময় দাশের আইনজীবী সুভাশিষ শর্মাকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধএক মাস পর উৎপাদনে ফিরছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্টের এক শিক্ষার্থী বহিষ্কার