মাগুরায় ৮ বছরের শিশু কন্যা আছিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে পেকুয়ায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ ছাত্রদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস থেকে উপজেলা চত্বর হয়ে চৌমুহনী এলাকা প্রদক্ষিণ করে পেকুয়া প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখছি আজ মাগুরার শিশু কন্যা আছিয়ার ধর্ষণকারীরা সে স্বপ্ন ভেঙে ছাত্র–জনতার মাঝে নতুন এক ক্ষত তৈরি করেছে। আছিয়াকে ধর্ষণসহ তার হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের বিচার অতি দ্রুত কার্যকর করার দাবি জানান তারা। অন্যথায় আবারও ছাত্র–জনতা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে। বক্তারা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এতে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের শিক্ষার্থী আবদুর রহমান, রিয়াদ, নারগিস, জয়, রোকন, আসিফ, সাইমা, কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।