আচরণ বিধি ভঙ্গ ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১৩ মে, ২০২৪ at ৬:৩৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলা নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করার দায়ে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী বখতিয়ার সাঈদ ইরানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার উপজেলার আজাদী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার সাঈদ ইরানকে প্রচারণায় প্রতিটি গাড়িতে একাধিক মাইক এবং ছবি যুক্ত টিশার্ট ব্যবহার করে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ১৭ () ও ২১ () ভঙ্গের অপরাধে অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে দোষ স্বীকার করলে একই বিধিমালার বিধি ৩২ অনুসারে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।

এ ব্যাপারে এসিল্যান্ড মো. মেজবাহ উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন এক চেয়ারম্যান প্রার্থী
পরবর্তী নিবন্ধঋণ খেলাপি, লোহাগাড়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল