আচরণবিধি লঙ্ঘন : মহেশখালীতে দুই প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা

মহেশখালী প্রতিনিধি

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ১০:৩৭ অপরাহ্ণ

মহেশখালীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা পরিষদ নির্বাচনের দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে মহেশখালী উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩ মে) বিকালে এই অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন।

এসময় যানবাহন ও দেওয়ালে পোস্টার লাগিয়ে আচরণ বিধিমালা লঙ্ঘন করার অপরাধে বই প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু ছালেহ্ ও প্রজাপতি প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহানারা জাহাঙ্গীরকে দুটি আলাদা মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় পোস্টার ও যানবাহনে পোস্টার না লাগানোর নির্দেশনা দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন বলেন, যারা চলমান উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে মহেশখালী উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল মহিলার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ