আচরণবিধি লঙ্ঘন,লোহাগাড়ায় চার জনকে জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১ জুন, ২০২৪ at ৬:৪৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৩ প্রার্থীর ৪ কর্মীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতাকাল শুক্রবার আধুনগর ও দরবেশহাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

অভিযানে একাধিক মাইক ব্যবহার করে প্রচারণা করায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী সামশুল ইসলামকে ১ হাজার টাকা, অপরকর্মী জানে আলমকে ২ হাজার টাকা, নির্বাচনী প্রচারণার যানবাহনে পোস্টার সাঁটানোর অপরাধে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থীর কর্মী জমির উদ্দিনকে ২ হাজার টাকা ও একই অপরাধে ফুটবল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর কর্মী আবু সাইদকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, নির্বাচনী আচরণবিধি লক্সঘন করায় আনারস প্রতীকের ২ কর্মী, তালা প্রতীকের ১ কর্মী ও ফুটবল প্রতীকের ১ কর্মীকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাচনে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ করে তিনি বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধনিরাপত্তা বেষ্টনীর জন্য নেই বরাদ্দ
পরবর্তী নিবন্ধউল্টোপথে গাড়ি,রাউজানে পাঁচ চালককে জরিমানা