আগ্রাবাদ সোসিও কালচারাল সোসাইটির নির্বাচন স্থগিত

| শুক্রবার , ৮ আগস্ট, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

আগ্রাবাদ সোসিও কালচারাল সোসাইটির (আরাসকা) আগামীকাল শনিবারের নির্বাচন স্থগিত করেছে আদালত। অধ্যাপক ডা. মো. এরশাদুল হক বাদী হয়ে আরাসকা’র নির্বাচন নিয়ে প্রধান নির্বাচনী কমিশনার, সাধারণ সম্পাদক এবং সভাপতির বিরুদ্ধে গত ৪ আগস্ট সিনিয়র সহকারী জজ ২য় আদালত চট্টগ্রামে অপর মামলা নং৫৫/২০২৫ দায়ের করেন। ওই মামলায় বাদী পক্ষে একটি নিষেধাজ্ঞার দরখাস্ত দাখিল করেছে। ওই নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানি অন্তে আদালত সন্তুষ্ট হয়ে শোকজ প্রদান করেছে এবং শোকজের নোটিশ যথাযথভাবে জারি হয়েছে। বিবাদী অর্থাৎ আরাসকার প্রদান নির্বাচন কমিশনার, আরাসকার সাধারণ সম্পাদক এবং সভাপতি গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে লিখিত আপত্তি দাখিল করেছে। বাদী এবং বিবাদী উভয় পক্ষে বিস্তারিত শুনানি অন্তে আদালত সন্তুষ্ট হয়ে আগামী ৯ আগস্টের নির্বাচন স্থগিত করা হয়েছে।

বাদী পক্ষে অত্র মামলায় শুনানি করেছেন এডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম (মুরাদ)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালে গোসলের সময় মাথায় গাছের ঢাল পড়ে পোশাককর্মীর মৃত্যু
পরবর্তী নিবন্ধএড. মনিরুল আলম সভাপতি আলী রেজা সাধারণ সম্পাদক