আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

| শুক্রবার , ১০ ডিসেম্বর, ২০২১ at ৭:০৫ পূর্বাহ্ণ

আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলতাফ হোসেন চৌধুরী।
প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী স্বাগত বক্তব্যে বলেন, বিদ্যালয়ের সামগ্রিক পরিশে যে কোন সময়ের চেয়ে বেশ ভাল অবস্থানে রয়েছে। কোমলমতি শিক্ষার্থীদেরকে দেশপ্রেমে উদ্ধুদ্ধকরণ, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ, জনগণের প্রতি শ্রদ্ধাশীল ও দায়বদ্ধ করে গড়ে তোলার এবং সুপ্ত প্রতিভা বিকাশের দীক্ষায় আগামী প্রজন্ম তৈরি করার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য শিক্ষকবৃন্দকে আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির আলালকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা
পরবর্তী নিবন্ধঅসদুপায় অবলম্বনকারীদের সহযোগিতা করাও দুর্নীতি : মেয়র