আগ্রাবাদ মহিলা কলেজে শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অভিভাবক সদস্য মো. ইয়াছিন। সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি মো. মফিজুল হক ভূ্ইয়া। উপস্থিত ছিলেন বিদ্যোৎসাহী সদস্য ইব্রাহীম পাটোয়ারী, ফারহান এ আলম খান, মোহাম্মদ আকরাম হোসাইন, প্রতিষ্ঠাতা সদস্য মো. জহুরুল ইসলাম চৌধুরী, হিতৈষী সদস্য ফজলুর রহমান মজুমদার, অভিভাবক সদস্য মোহাম্মদ হোছাইন, মো. ইয়াছিন, শিক্ষক প্রতিনিধি জয়নব আক্তার, ফাতেমা শর্মিন, মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপাধ্যক্ষ মনোয়ারা বেগম। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মো. জাহাঙ্গীর আলম। বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সঠিক বিকাশের জন্য শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকের মিলিত প্রয়াস প্রয়োজন। শিক্ষার্থীদের ভবিষ্যত গঠনে ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি, মোবাইল ফোনের ব্যবহার সীমিত রাখা এবং অভিভাবকদের বিশেষভাবে নজরদারি রাখার বিষয়ে বক্তারা জোর দেন।একইসাথে শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিত থেকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার নির্দেশ দেন। প্রেস বিজ্ঞপ্তি।












