আগ্রাবাদ বাদামতলী মোড়ে ফুটওভার ব্রিজ করা হোক

| শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১৮ পূর্বাহ্ণ

নগরীর গুরুত্বপূর্ণ ব্যাংকপাড়াখ্যাত আগ্রাবাদ বাদামতলী মোড়ে জরুরি ভিত্তিতে ফুটওভার ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। ব্যাংক, বীমা, শিপিং অফিস, সরকারিবেসরকারি অফিস, বিশ্ব বাণিজ্য কেন্দ্র, সরকারি কমার্স কলেজ, সিটি কর্পোরেশন এর দুটি স্কুলসহ অনেক বেসরকারি স্কুলের শিক্ষার্থী এবং অফিসগামী কর্মচারীকর্মকর্তাদের যানজটের কারণে রাস্তা পারাপারের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি রাস্তা পার হতে গিয়ে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছে। তাছাড়া পথচারী পারাপারের জন্য অনেক সময় গাড়ির গতি কমিয়ে দিলে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে গাড়ির দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

এমতাবস্থায়, চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এই মোড় এ জরুরি ভিত্তিতে ফুটওভার ব্রিজ নির্মাণ করে জনদুর্ভোগ লাঘবের জন্য সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহবান জানাচ্ছি।

আবদুর রহিম

মতিয়ারপোল, কমার্স কলেজ রোড।

পূর্ববর্তী নিবন্ধহেমন্ত মুখোপাধ্যায় : সংগীতের বরপুত্র
পরবর্তী নিবন্ধশিশু-বিশ্ব : তিন গুণীর সম্মাননা