আগ্রাবাদে সন্ধ্যা ৬টার আগে ফুটপাতে হকার বসতে পারবে না : মেয়র

হকারদের পুনর্বাসনের লক্ষ্যে করা হবে নাইট মার্কেট

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

পথচারীদের জন্য নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা ও স্টেশন রোডের ফুটপাত ও রাস্তা নির্বিঘ্ন রাখার উদ্যোগ নিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এর অংশ হিসেবে আগ্রাবাদে সন্ধ্যা ৬টার আগে ফুটপাতে হকার বসতে পারবে না বলে ঘোষণা দেন তিনি। একইসঙ্গে সেখানকার হকারদের পুর্নবাসনের লক্ষ্যে আগ্রাবাদ এলাকায় ‘নাইট মার্কেট’ করা হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ব্যবসা করতে পারবেন তারা।

এছাড়া স্টেশন রোডে ফুটপাত থেকে হকার উচ্ছেদের পর উচ্ছেদকৃত জায়গা পুর্নদখল রোধে ফুলের টব স্থাপনসহ সৌন্দর্যবধন করা হবে। আজ মঙ্গলবার এ সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। এর আগে গত ১৩ আগস্ট স্টেশন রোডে ফুটপাতে উচ্ছেদ অভিযান চালান স্বয়ং মেয়র। এদিন তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন। পরদিন আবারও সেখানে অভিযান চালানো হয়।

ডা. শাহাদাত হোসেন আজাদীকে বলেন, এতদিন জলাবদ্ধতার দিকে আমার ফোকাস ছিল। সেখানে সাফল্য এসেছে। এবার ক্লিন ও গ্রিন সিটির পাশাপাশি নিরাপদ শহর করতে আমার যে পরিকল্পনা সেদিকে জোর দিচ্ছি। কয়েকদিন আগে স্টেশন রোডে ফুটপাতে উচ্ছেদ চালিয়েছি। উচ্ছেদকৃত জায়গায় যাতে হকাররা বসতে না পারে সেজন্য সেখানে ফুলের টব দিয়ে সৌন্দর্যবর্ধন করে দিব। এতে সবুজায়নও হলো ফুটপাতও রক্ষা পেল।

আগ্রাবাদ এলাকাকে ঘিরে নিজের পরিকল্পনা সম্পর্কে ডা. শাহাদাত আজাদীকে বলেন, বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ। সেখানে বিদেশিরা আসেন। কিন্তু ফুটপাত ও রাস্তা হকাররা এমনভাবে দখল করে রেখেছে মানুষ হাঁটতে পারে না। দিনের বেলাও দখল করে ব্যবসা করে। দেখতেও দৃষ্টিকটু লাগে। বিদেশি কেউ আসলে বাণিজ্যিক এলাকার এ হাল দেখে অবাক হয়। এতে তাদের কাছে আমরা ছোট হয়ে যায়। তাই আগ্রাবাদে বিশেষ করে বাণিজ্যিক এলাকার সৌন্দর্য রক্ষার পাশাপাশি মানুষের হাঁটাচলার সুবিধার্থে সেখানে দিনের বেলা হকারদের বসতে দিব না। মানবিক বিবেচনায় তাদের সন্ধ্যা ৬টার পর বসতে দেয়া হবে। সেখানে নাইট মার্কেট কনসেপ্ট নিয়ে এগুচ্ছি।

পরিদর্শনে গিয়েও সতর্ক করলে মেয়র : গতকাল দুপুরে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা পরিদর্শনে গিয়ে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করা হকারদের সতর্ক করেন মেয়র। তাদের কড়াভাবে বলেন, সন্ধ্যা ৬টার আগে কেউ বসতে পারবে না। আমরা ইভিনিং মার্কেট, নাইট মার্কেট করে দেব। সেখানে সবাইকে সুযোগ দিব। কিন্তু কেউ ঘাওড়ামি করলে সেটাও করতে দিব না। ফুটপাতে কোনো চেয়ারটেবিল বসানো যাবে না। পুরো রাস্তা দখল করে আছ, মানুষ হাঁটতে পারছে না। এভাবে তো চলতে পারে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগ্রাবাদ হোটেল থেকে বাদামতলী মোড় পর্যন্ত অংশে সড়ক দখল করে প্রায় অর্ধশত খাবারের ভাসমান দোকান ছিল। এসব দোকান বিশেষ ডিজাইনের গড়িতে স্থাপন করা হয়। এসব দোকানদারদের উদ্দেশে মেয়র বলেন, এসব গাড়ি হবে না। আমরা একটা ডিজাইন করে দিব, সেভাবে করতে হবে। সন্ধ্যা ৬টার আগে বসা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে প্রয়োজনে রাত ১২টা পর্যন্ত ব্যবসা কর। কিন্তু পরিষ্কার করে যেতে হবে। মনে রাখবা, সন্ধ্যা ৬টার আগে কাউকে বসতে দিব না। এটা মনে রাখবে, কারো সাথে আমি অন্যায় করব না। তবে আমার কথা না শুনে ৬টার আগে বসলে রাতেও বসতে দিব না। ৬টার আগে বসলে সব নিয়ে যাব। অ্যারেস্টও হতে পার।

এ সময় মেয়র ফুটপাতে পণ্যের পসরা নিয়ে বসা হকারদের বলেন, আজ আমি সর্তক করছি। সব সরিয়ে ফেলতে হবে। এখন থেকে সন্ধ্যা ৬টার পর বসতে হবে। এর আগে বসলে সব মালামাল জব্দ করে নিয়ে যাবে কিন্তু। তখন আবার আমাকে বলতে পারবে না।

এ সময় রাস্তার উপর স্টল বসানো এক চা বিক্রেতাকে মেয়র বলেন, সব নিয়ে যেতে হবে। তোমরা সকাল থেকে বসতে পারবে না। চায়ের স্টলটির পাশে বিশেষ ডিজাইনের গাড়িতে করে খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছিল। মেয়র ওই বিক্রেতাকে বলেন, এত বড় হবে না। আরেকটু ছোট করতে হবে। ছাতা দিয়ে ডিজাইন করে বসতে হবে, আমরা একটা ডিজাইন দেব, সেভাবে করতে হবে। এখানে চেয়ার দেয়া যাবে না। এভাবে চেয়ারটেবিল বসিয়ে দেয়ায় মানুষ তো হাঁটতেও পারছে না।

পূর্ববর্তী নিবন্ধআরো ৯ কর্মকর্তা বরখাস্ত
পরবর্তী নিবন্ধপরিবেশের প্রতি সদয় না হলে মৎস্য সম্পদ টিকিয়ে রাখা সম্ভব হবে না