আগ্রাবাদে গণপূর্ত বিভাগের কক্ষে ঢুকে ঠিকাদারকে মারধর, গ্রেফতার ১

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় থাকা গণপূর্ত বিভাগের কক্ষে ঢুকে ঠিকাদারকে মারধরের ঘটনায় করা মামলার এজহারভুক্ত আসামি মো. মনির হোসেন প্রকাশ মনিরাকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে অভিযান চালিয়ে আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজাদীকে বলেন, খবর পেয়ে আগ্রাবাদ এলাকা থেকে মনিরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও সে একাধিক পলাতক ছিল।
ওসি বলেন, কক্ষে ঢুকে ঠিকাদারকে মারধরের এ ঘটনায় মনির ছিল সন্দেহভাজনের তালিকায়। তদন্তে তার সম্পৃক্ততাও পাওয়া যায়। একপর্যায়ে সম্প্রতি মনিরসহ ৭ জনকে আসামি করে আদালতে চার্জশীটও জমা দেয়া হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি আগ্রাবাদ এলাকার গণপূর্ত বিভাগে ঢুকে ঠিকাদারি প্রতিষ্ঠান আনাস ট্রেডিং ইন্টারন্যাশনালের মালিক খলিলুর রহমানকে মারধর করা হয়। পরে এ ঘটনায় ডবলমুরিং থানায় একজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের হয়।

পূর্ববর্তী নিবন্ধভারতের সেনাপ্রধান জেনারেল নারাভানে এখন কক্সবাজারে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৩ জনের মৃত্যু