নগরীর আগ্রাবাদ সিডিএ কর্ণফুলী মার্কেটের সামনে কবরস্থানের উপর নির্মিত একটি একতলা ভবন গুঁড়িয়ে দিয়েছে সিডিএ। এসময় ভবনটির পাশে তিনটি সেমিপাকা স্থাপনাও ভেঙে দেয়া হয়। গতকাল পরিচালিত উচ্ছেদ অভিযানটিতে নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) তাহমিনা আফরোজ চৌধুরী।
সিডিএ সূত্রে জানা গেছে, কবরস্থানের উপর ভবনটি নির্মাণ করে শামসুল আলম। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ফয়েজ আহমদ দৈনিক আজাদীকে বলেন, ভবনটি করা হয়েছে সিডিএ’র কোনো প্লান ছাড়া। ভবনের মালিককে নোটিশ দিয়ে একসপ্তাহ সময় দিয়েছিলাম। কিন্তু তারা সেখান থেকে সরে যায়নি। নোটিশ দেওয়ার আরও ৩ সপ্তাহ পর আইনগত প্রক্রিয়া শেষে ভবনটি উচ্ছেদ করা হয়।