আগ্রাবাদে অর্ধশতাধিক দোকান উচ্ছেদ

| মঙ্গলবার , ১৫ অক্টোবর, ২০২৪ at ১০:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ফুটপাত দখল করে চলাচলের পথে বাধা সৃষ্টি করার অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরো ভাসমান ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আগ্রাবাদস্থ সিজিএস কলোনি মোড় ও লাকী প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অভিযানে ফুটপাত দখল করে ভাসমানভাবে বসানো ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি ফুটপাতের ওপর দোকানের শেড বর্ধিত করার অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য সহায়তা করেন।

পূর্ববর্তী নিবন্ধলামায় মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যু