আগে জাতীয় নির্বাচন করার পক্ষে ইসি

| সোমবার , ১৩ জানুয়ারি, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন করার পক্ষে নির্বাচন কমিশন অবস্থান তুলে ধরেছে। গতকাল রোববার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রায় তিন ঘণ্টা সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কমিশনের সামগ্রিক ফোকাস জাতীয় নির্বাচন। সেদিকে এগোচ্ছেন তারা।

১৪তম নির্বাচন কমিশনের দ্বিতীয় সভায় আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সমপ্রতি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ‘বেশির ভাগ মানুষ চান আগে স্থানীয় সরকার নির্বাচন হোক’, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদের এমন বক্তব্য দেওয়ার পর এ নিয়ে আলোচনা শুরু হয়। গত শনিবার জাতীয় নাগরিক কমিটি গণঅভ্যুত্থানের পর স্থানীয় সরকার কাঠামো ‘ভেঙে পড়ায়’ নাগরিকরা সেবা বঞ্চিত হচ্ছে মন্তব্য করে বলেছে, ‘এখন স্থানীয় সরকার নির্বাচনের পরিস্থিতি আছে।’ খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধগার্মেন্ট শ্রমিক সংহতি ইপিজেড শাখার সম্মেলন
পরবর্তী নিবন্ধওষখাইন রজায়ী দরবারের বার্ষিক ওরশ আজ